জামালপুর পৌরসভার শহরের ছনকান্দা মরাবাড়ি জামে মসজিদ মাঠ পাঙ্গনে ইসলামি যুব আন্দোলন জামালপুর জেলা শাখা সাধারণ সম্পাদক মুফতী হামিদুর ইসলাম এই বৃক্ষ রোপণ কর্মসূচির আয়োজন করে।বৃক্ষ রোপণ কর্মসূচিতে ইসলামি যুব আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতী মোস্তফা কামাল, ইসলামী যুব আন্দোলনের সহ সভাপতি আশেক মাহমুদ, সাধারণ সম্পাদক মুফতী হামিদুর ইসলামসহ অন্যান্যরা।এ সময় বক্তারা বলেন বর্তমান চলমান তীব্র তাপদাহ থেকে রক্ষা ও ভবিষ্যতে বৈশ্বিক তাপমাত্রা সহনীয় রাখতে ও গাছ লাগাও পরিবেশ বাঁচাও এর মাধ্যমে মরাবাড়ি জামে মসজিদ মাঠে ফল, ফুল ও বনস বৃক্ষ রোপন করে। এবং এলাকায় প্রায় ৮০ টি পরিবারের মাঝে ফলস ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।