কক্সবাজার-চট্টগ্রাম-ঢাকা ট্রেন চলাচল চালু হওয়ার পর থেকে মাদক কারবারিরা রেলপথ ব্যবহার করে মাদক পাচারের চেষ্টা করছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কক্সবাজারের আইকনিক রেলওয়ে স্টেশনে নিয়মিত অভিযান চালাচ্ছে র্যাব-১৫।
এরই অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) সন্ধ্যায় র্যাব-১৫ এর একটি চৌকস দল ডগ স্কোয়াডসহ স্টেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে, যাত্রীদের ব্যাগপত্রে এবং সন্দেহভাজন এলাকায় তল্লাশি পরিচালনা করে। বিশেষ করে ট্রেন আসা-যাওয়ার সময় নজরদারি আরও জোরদার করা হয়।
র্যাব জানিয়েছে, কক্সবাজার রেলওয়ে স্টেশনকে নিরাপদ ও মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। যাত্রীদের মধ্যে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানো এবং অপরাধ দমনে র্যাবের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদক নির্মূল ও অপরাধ দমনে র্যাব সবসময়ই সক্রিয় ভূমিকা পালন করবে।