ময়মনসিংহ বিনার মহাপরিচালক ড.মো: আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব মোঃ আবু জুবাইর হোসেন বাবলু বক্তব্যে বলেন,বাংলাদেশের প্রতিটি কৃষকদের কাছ থেকে আমরা খাদ্য পাই।
কৃষকরা মাঠে যে পরিমাণ প্ররিশ্রম করে বীজতলা দিয়ে যে চাষ আবাদ করে সেই খাদ্য প্রতিটি মানুষের কাছে পৌছায়। আপনার কৃষি জমিতে রাসায়নিক সার কম ব্যবহার করবেন।
আবাদের সময় রাসায়নিক সার বেশি ব্যবহার করার কারনে জমির মান দিন দিন নষ্ট হয় যাচ্ছে জমিতে আর আগের মত ফলন ফলাতে পারছে না কৃষকরা তাই কৃষকদের ভালো মতো পরামর্শ দিয়ে যেতে হবে। আমাদের কৃষক ভাই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ কৃষকরা যদি ভালো ফলন ফল হতে পারে তাহলে বাংলাদেশের মানুষ খেতে পারবে এবং বিদেশে রপ্তানি করতে পারবে এবং এরি মাধ্যমে কৃষকরা এগিয়ে যাবে ও বাংলাদেশ ও এগিয়ে যাবে। আও বক্তব্য রাখেন
ময়মনসিংহ বিভাগীয় প্রধান ড. রেজা মোহাম্মদ ইমন,
জামালপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, প্রকল্প পরিচালক ড. মোঃ মাহবুবুল আলম তরফদার, বিনা উপকেন্দের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. রাখী রানী সরকার, ড. মোঃ হাসানুজ্জামান,ড. মাহবুবুর রহমান খান প্রমূখ।