জাতীয় নির্বাচন আনুপাতিক হারে করা, স্থানীয় সরকারের নির্বাচন আগে দেওয়াসহ সাত দফা দাবিতে অনুষ্ঠিত এ সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের আমন্ত্রিত অতিথিরাও বক্তব্য দেন। তাদের মধ্যে ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ, হেফাজতে ইসলামের নায়েবে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আবদুল কাদের, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, ইসলামী আন্দোলনের অধ্যাপক আশরাফ আলী আকন, নেজামে ইসলামের মুসা বিন ইযহার, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম, খেলাফত আন্দোলনের আমির আবু জাফর কাসেমী, জাগপার মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, মিডিয়া ব্যক্তিত্ব ড. ফয়জুল হক এবং কয়েকজন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা ছিলেন।
সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম, নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি ড. এইচ এম হামিদুর রহমান আযাদ, কেন্দ্রীয় নেতা নূরুল ইসলাম বুলবুল, মো. সেলিম উদ্দিন, অ্যাডভোকেট জসীম উদ্দিন সরকার, ছাত্রশিবির সভাপতি জাহিদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম ও সাবেক সভাপতি সাদিক কাইয়ুম প্রমুখ।
সমাবেশটি পরিচালনায় ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ ও উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম।
উপস্থিত নেতাদের মধ্যে আরও ছিলেন নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা আনম শামসুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, মাওলানা মুহাম্মাদ শাহজাহান, সাইফুল আলম খান মিলন, আবদুর রব, অধ্যক্ষ শাহাবুদ্দিন, অধ্যক্ষ ইজ্জত উল্লাহ ও মোবারক হোসাইন প্রমুখ।