জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানে ঝিকরগাছার কৃতি সন্তান সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ ইমতিয়াজ আহমেদ জাবির'র স্মরণে ”এক শহীদ-এক বৃক্ষ রোপন কর্মসূচি” পালিত হয়েছে।
যশোরের জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের বাস্তবায়নে শনিবার (১৯জুলাই) সকাল ১১টায় উপজেলার দেউলি গ্রামে শহীদ জাবিরের কবরের পাশে তার মা শিরিনা আক্তারের দেখানো স্থানে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের নেতৃত্বে একটি আমলকির চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভুমি নাভিদ সারওয়ার, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ নুর মোহাম্মদ গাজী, উপেেজলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম, শহীদ ইমতিয়াজ আহমেদ জাবিরের মাতা শিরিনা আক্তারসহ পরিবারের সদস্যবৃন্দ, ছাত্র প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পরে শহীদের আত্মর মাফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।