কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কচুক্ষেতের ভিতর থেকে একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, ৭ রাউন্ড মিস ফায়ারড অ্যামুনিশন ও ২ রাউন্ড খালি গুলির খোসা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ জুলাই রাতে র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর একটি আভিযানিক দল টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ফুলের ডেইল এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে হাজী করিম উদ্দিনের বসতবাড়ির উত্তরে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের পাকা দেয়ালসংলগ্ন মাঠের পশ্চিম-দক্ষিণ কোণে কচুক্ষেতের ভিতর থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

র‌্যাবের প্রাথমিক ধারণা, এলাকায় জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য সন্ত্রাসীরা এই অস্ত্র ও গুলি ফেলে রেখে গেছে।

উদ্ধারকৃত বন্দুক ও খালি গুলির খোসা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।