রবিবার ২০ জুলাই সকাল ১১টায় উপজেলা, পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ওই বিক্ষোভ প্রদর্শন করেন। বাউফল উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিএনপির হাসপাতাল রোডস্থ কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয়। সাবেক উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ন কবিরের নেতৃত্বে মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সেলিম সিকদার, সাবেক যুগ্ম আহবায়ক অলিয়ার রহমান, শ্রমিকদলের আহবায়ক হাসান মাহমুদ মঞ্জু ও সাবেক উপজেলা যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম। সভায় বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তিব্র প্রতিবাদ ও নিন্দা জানান।