১৯শে জুলাই,২০২৫ শনিবার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-২ (সদর-বারহাট্টা) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রার্থী বাছাই পর্বে তৃণমূল দায়িত্বশীলদের মতামত গ্রহণ সভা বেলা ৩ ঘটিকায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মতামত গ্রহণ সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,নেত্রকোণা জেলা সভাপতি মুফতি নুরুল ইসলাম হাকিমী। সঞ্চালনায় ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,নেত্রকোণা জেলা সাধারণ সম্পাদক মুফতি ওয়ালিউল্লাহ।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া।
আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর নেত্রকোণা জেলা নেতৃবৃন্দসহ নেত্রকোণা সদর ও বারহাট্টা উপজেলার তৃণমূল নেতাকর্মীবৃন্দ।
এসময় বক্তারা আগামী নির্বাচনে ইসলামপন্থীদের শক্তিশালী করার কথা বলেন। বিশেষ করে আরো বলেন,যে ইসলামপন্থীদের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এই গণজোয়ার ধরে রাখতে পারলে এবং কাজে লাগাতে পারলে আগামীতে ইসলামী দলগুলো রাষ্ট্র পরিচালনা করবে।
এসময় আরো উপস্থিত ছিলেন নেত্রকোণার প্রখ্যাত আলেমেদ্বীন শায়খুল হাদিস মাওলানা আব্দুল ক্বাইয়ুম।
তিনি তার বক্তব্যে বলেন,বহু ইসলামী দল দেখেছি যারা কালের গহ্বরে হারিয়ে গিয়েছে। কিন্তু একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ই একমাত্র দল যা ইসলামের বিধিবিধান বজায় রেখে রাজনীতি করে যাচ্ছে। এসময় তিনি সদস্য ফরম পূরণ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ যোগ দেন। তার যোগ দেওয়ায় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।