ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমানাবর্তী এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (বিজিবি-৪)

ফেনীর ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমানাবর্তী  এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (বিজিবি-৪)। ৪জুন (বুধবার) চালানো এ অভিযানে শাড়ি, লেহেঙ্গা ও টিশার্ট সহ নানান পণ্য জব্দ করা হয়। জব্দ করা এ-সব পণ্যের আনুমানিক মূল্য ১৮ লাখ ৪ হাজার টাকা। ৪ বর্ড়ার গার্ড সুত্রে জানা যায় জব্দ করা পণ্যগুলে স্হায়ীয় কাস্টম কর্তৃপক্ষের নিকটে হস্তান্তরের প্রক্রিয়া ধীন।পবিত্র ঈদুল আজহা সামনে রেখে চোরাচালান রোধে বিজিবি আগেই তৎপরতা বাড়িয়েছে। এর অংশ হিসেবে এপ্রিল মাস থেকে ৪জুন পর্যন্ত পৃথক অভিযানে সীমান্ত এলাকায় থেকে ১৭৩ টি গরু আটক করা হয়। এসব গরুর মূল্য প্রায় ১ কৌটি ৭লাখ ৬০হাজার টাকা। ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট মোঃ মোশাররফ হোসেন বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে ৪ বিজিবি সদা তৎপর রয়েছে। নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে। চোরাচালান ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কড়া নজরদারি রয়েছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে ভবিষ্যতে অব্যাহত থাকবে।