নারায়ণগঞ্জের সোনারগাঁ মোগরাপাড়া ঐতিহাসিক গ্রান্ড ট্রাঙ্ক মহাসড়ক যেটা থানা রোড নামে পরিচিত এই রোডটি এখন চলাচলের অনুপযোগী ‌।

হাজার হাজার মানুষের চলাচল এখন অচল অবস্থা।  একদিকে ভারী যানবাহন অন্যদিকে অতিরিক্ত থ্রি হুইলার তার উপর আবার দু'পাশে বসানো ফুটপাত ও হকার।

সব মিলিয়ে নাজেহাল অবস্থায় বিরাজ করছে এ থান রোডটি। খানাখন্দে ভরা ঐতিহাসিক এ গ্র্যান্ড ত্রাণ রোড। যাত্রীদের জন্য অপেক্ষা করছে মরণ ফাঁদ। রাত্রিবেলায় তো কথাই নাই। 

এ গুরুত্বপূর্ণ রোডটি চলাচল স্বাভাবিকের জন্য সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ফারজানা রহমানের  সুপরিকল্পনা থাকলেও তা বাস্তবে পরিণত হতে জনজীবন বিপর্যস্ত ও জনদুর্ভোগ চরম পর্যায়ে। 

কোনভাবেই লাগাম টানতে পারছে না ফুটপাত ও হকারদের। এদিকে নিয়ন্ত্রণহীন এ রোডটির রাস্তার দুপাশে বসানো ফুটপাত আরও যেন মরার উপর খারা । এ রোডে  ডিউটি রত  ফ্রেশ কোম্পানির এক লাইনম্যান বলেন ফ্রেশ কোম্পানির থেকে দেওয়া সাতজনের মত লাইনম্যান শৃঙ্খলা রক্ষাকার
 জন্য বিভিন্ন জায়গায় কর্মরত থাকলেও এখানে আমার একা সামলানো হচ্ছে যা আমার জন্য দুষ্কর হয়ে পড়ছে। কোনভাবেই একা সামাল দিতে পারছি না। ফ্রেশ কোম্পানি ছাড়া আরও যে কোম্পানিগুলো আছে 
 যেমন আমান , বেঙ্গল, টাইগার সহ  বিভিন্ন কোম্পানি আছে কেউ যানজট নিয়ে নিরসনে   লাইনম্যান দিচ্ছে না যার ফলে শৃঙ্খলা  রক্ষা সম্ভব হচ্ছে না।