বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল রাজশাহী জেলা ও মহানগর শাখার আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪ টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার বারো রাস্তা সংলগ্ন নেক্সাস পার্ক কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত খালেক।
আলোচনা সভায় রাজশাহী জেলা শাখায় মোঃ তাজ উদ্দিন খানকে আহবায়ক , কাজী মোঃ নুরুল আলমকে সদস্য সচিব করে ১৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।

একি সাথে হাফেজ মাওলানা আবিদ হাসানকে আহবায়ক, সদস্য সচিব হাফেজ মাওলানা মোঃ ফরহাদুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

প্রধান বক্তা জনাব আবু সাঈদ চাঁদ নবগঠিত আহবায়ক কমিটিকে স্বাগত জানিয়ে বলেন , চলমান সংকট তৈরির পেছনে জামায়াত-শিবির ও এনসিপির ষড়যন্ত্র রয়েছে, এ ষড়যন্ত্র প্রতিহত করতে আমরা সর্বদা প্রস্তুত। তিনি আরও বলেন, নিজেদের মধ্যে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যেতে হবে সেই সাথে

সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মোঃ এরশাদ আলী ঈশা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ নুরুল হুদা এবং সদস্য সচিব মোঃ মামুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, মাওঃ কাজী মোঃ মোখলেছুর রহমান, মাওঃ মোঃ আব্দুর রাজ্জাক ও মাওঃ ইঞ্জিঃ জামাল উদ্দীন।

সভায় সভাপতিত্ব করেন ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য মাওঃ মোঃ ইনামুল হক মাজেদী।
সঞ্চালনায় ছিলেন কেন্দ্রীয় সদস্য মাওঃ মোঃ তাজ উদ্দীন খাঁন।

বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ওলামা সমাজকে সংগঠিত করে জাতীয়তাবাদী শক্তিকে আরও সুদৃঢ় করতে হবে। সভা শেষে ওলামা দলের জেলা ও মহানগর শাখায় কার্যকর আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে প্রস্তাব গৃহীত হয়।