ভারতে ভারী বৃষ্টি নেমে আসা পানির ঢলে লালমনিরহাটের তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে পানি বেড়ে যাওয়ায় এবার বন্যা হতে পারে বলে আভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ধারনা করা হচ্ছে, আগামী ২৪ ঘণ্টায় তিস্তা সংলগ্ন অঞ্চল লালমনিরহাট জেলায় ৫ টি উপজেলার পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। 

রোববার বিকাল ৩ টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিতি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব‌্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা ৭সে: মি: নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতের মধ‌্যে বিপদসীমা অতিক্রম করতে পারে এমনটি ধারনা করছে পানি উন্নয়ন বোর্ড ।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বরাত দিয়ে পানি উন্নয়ন বোর্ড বলছেন, গত ২৪ ঘণ্টায় ভারতের  কিছু  প্রদেশে ভারি থেকে অভিভারি বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। যার ফলে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি সমতল বৃদ্ধি পেতে শুরু করেছে। এসব নদ-নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টা বৃদ্ধি পেতে পারে ও পরবর্তী দুদিন স্থিতিশীল থাকতে পারে। 

এছাড়া আগামী তিন দিন রংপুর বিভাগ ও তৎসংলগ্ন উজানে মাঝারি-ভারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় লালমনিরহাটের হাতীবান্ধায় অবস্থিতি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব‌্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে ও লালমনিরহাট, নীলফামারি, রংপুর, কুড়িগ্রাম জেলার তিস্তা নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।
লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার জানান, তিস্তা তীরবর্তী এলাকার জনপ্রতিনিধি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মাধ‌্যমে নিয়মিত খোঁজখবর নেয়া হচ্ছে। পাশাপাাশি পানি উন্নয়ন বোর্ডও কাজ করছেন। বন‌্যা দেখা দিলে পরিস্থিতি মোকাবেলা করতে আমরা প্রস্তুত রয়েছি।