গতকাল শনিবার (১৯ জুলাই) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। খাজা ইউনুস আলী ইউনিভার্সিটির বিজনেস ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডা. মো. মোতাহার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুল ছালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিএল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি। এছাড়া অভিভাবকদের অংশগ্রহণে এক মতবিনিময় পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের শিক্ষাজীবন, নৈতিকতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, "এই শিক্ষার্থীরাই আগামী দিনের সম্পদ। তাদের শিক্ষায় আরো মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ উদ্যোগ প্রয়োজন।"
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে এবং শিক্ষা ক্ষেত্রে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে বলে মন্তব্য করেন আয়োজকেরা।