গত সোমবার (১৪ জুলাই) রাতে পারিবারিক কলহের জের ধরে সফি আহমদ চৌধুরী সুমন (৪৮) নামে এক ব্যক্তি তার স্ত্রী নিশাত ফাতেমা চৌধুরী (৩২)কে এলোপাতাড়ি কিলঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। বুধবার (১৬ জুলাই) ভোরে তার স্ত্রী আত্মহত্যা করেছেন বলে তিনি তার স্ত্রীর ফুফাতো ভাইকে ফোন করে জানান। খবর পেয়ে আত্মীয় স্বজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নসহ ভিকটিমকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় মৃতের পরিবারকে নিশাত আত্মহত্যা করেছেন বলে ভুল বুঝানোর চেষ্টা করা হয়। কিছুক্ষণ পর উক্ত ঘটনার সংবাদ পেয়ে শাহপরাণ (রহ) থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং অভিযুক্ত স্বামী সফি আহমদ চৌধুরী সুমন (৪৮)কে গ্রেপ্তার করে। অভিযুক্ত ব্যক্তি জকিগঞ্জ উপজেলার পরচক গ্রামের মৃত মহিউদ্দিন আহমদ চৌধুরী ( নুর মিয়া চেয়ারম্যান) এর পুত্র। নিহত গৃহবধু ও তাঁর ঘাতক স্বামী নগরীর শাহপরান (রহ.) থানাধীন আরামবাগে একটি বাসায় থাকতেন। উক্ত ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় ৩০২ ধারা, পেনাল কোড ১৮৬০ মোতাবেক একই তারিখে একটি মামলা দায়ের করা হয়েছে যার নং-০৪। বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনার পর শাহপরাণ (রহ.) থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।