মোহাম্মদ আরিফ কক্সবাজার
স্বপ্ন ছিল কক্সবাজারের নীল সাগর আর সোনালি বালির সঙ্গে কাটানো কিছু আনন্দ ঘন মুহূর্তে , বন্ধু ও স্বজনদের সঙ্গে সৈকতের ঢেউয়ে খেলে বেড়িয়েছিলেন নোয়াখালীর যুবক মো. শাহিন কিন্তু কে জানত এই আনন্দ ভ্রমণ হয়ে উঠবে তাঁর জীবনের শেষ সফর।
রবিবার (২০ জুলাই) সকালে কক্সবাজারে সুগন্ধা সৈকতে গোসল শেষে হোটেলে পায়ে হেটে ফেরার সময় হঠাৎ অঙ্গান হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন শাহিন। পথচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান, তবে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে। মৃত শাহিনের বাড়ি নোয়াখালী জেলায়, তাঁর পিতার নাম , মমতাজ। এই
খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, শাহিন ৩০–৪০ জনের একটি পর্যটক দলের সঙ্গে ১৮ জুলাই কক্সবাজারে আসেন। তাঁরা শহরে সিলিকন বে রিসোর্টে অবস্থান করেছিলেন।
আজ ২০ জুলাই ছিল তাঁদের ফেরার দিন।
কিন্তু সেই ফিরতি যাত্রা আর হয়নি শাহিনের,
তাঁকে ফিরতে হয়েছে সাদা কাফনে মোড়ানো নিথর দেহ।