গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপের কারণে রাজধানী ঢাকাসহ পার্শ্ববর্তী অঞ্চলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনও এমন বৃষ্টিপাত চলতে পারে। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ সময় দক্ষিণ-পূর্ব বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাসসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
উদ্ভূত পরিস্থিতিতে জলাবদ্ধতা মোকাবেলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। প্রতিটি ওয়ার্ডে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করছেন জলাবদ্ধতা নিরসনে। এছাড়া, দ্রুত সাড়া দিতে প্রতিটি ওয়ার্ডে গঠন করা হয়েছে ‘ইমারজেন্সি রেসপন্স টিম’ (Emergency Response Team)।
এছাড়া, জলাবদ্ধতা সংক্রান্ত যে কোনো তথ্য বা অভিযোগ জানানোর জন্য চালু করা হয়েছে একটি কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ। নাগরিকদের অনুরোধ জানানো হয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত কোনো এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ০১৭০৯৯০০৮৮৮ (01709900888) নম্বরে যোগাযোগ করার।
ডিএসসিসি জানিয়েছে, এই জরুরি ব্যবস্থা বৃষ্টির মৌসুমজুড়ে অব্যাহত থাকবে এবং নগরবাসীর দুর্ভোগ কমিয়ে রাখতে সংশ্লিষ্ট বিভাগসমূহ সমন্বিতভাবে কাজ করে যাবে।