জানা যায়, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাঁটিয়াজুড়ি ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আগুনে পুড়ে আঃ কদ্দুস ও কদর আলীর ঘরের ১১টি বড় গরু, ছাগল ১০টি, হাঁস ৯টি, ৮ টি মুরগী পুড়ে ছাই হয়ে গেছে। এ বিপর্যয়ে ভেঙে পড়েন কৃষকরা।  তারা জানান, আমাদের স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে। এসব হাঁস, মুরগী, গরু, ছাগল নিয়েই ছিলো আমাদের সপ্ন পুরনের আশা। কিন্তু এই আশা যেনো নিমিষেই শেষ হয়ে গেলো। সাথে সাথে শেষ হয়ে গেলো আমাদের থাকার একমাত্র সম্বল বাসস্থান। কোথায় থাকব, কি করব, তার কোনো বন্দোবস্ত নেই।এভাবেই শোনা যায় কৃষকদের আর্তনাদ।আমরা আমাদের ক্ষতি কিভাবে পূরণ করব।কোথায়  গিয়ে দাড়াবো? আমরা সকলের সহযোগিতা কামনা করি।