এ নিয়ে গত দুই দিনে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। এর মধ্যে ৫ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী হাসান, ওমর ফারুক, সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান, সাদমান, আবু সাঈদ, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মুইজ, মাইশা, নাফিদ, আজিজ, মিলন, ইসারুল, আলামিন, বাংলা বিভাগের শাকিল ও রিপনসহ অনেকে।
রবিবার (১৭ আগস্ট) সকালে ৯ জন অসুস্থ হলে তাদের চিকিৎসা দেওয়া হয়। এর আগে শনিবার (১৬ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত ১১ শিক্ষার্থী শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ে।
শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী একাডেমিক ভবন-৩-এ এই অনশন কর্মসূচি শুরু হয়। রবিবার দুপুর পর্যন্ত তাদের অনশন অব্যাহত রয়েছে। শিক্ষার্থীরা জানিয়েছেন, একনেক সভায় স্থায়ী ক্যাম্পাসের ডিপিপি অনুমোদন না হওয়া পর্যন্ত তারা অনশন ভঙ্গ করবে না।
বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন অফিসার মো. শাহ আলী বলেন, শিক্ষার্থীরা একের পর এক অসুস্থ হচ্ছেন। মেডিকেল টিম তাদের চিকিৎসা দিচ্ছে, তবে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে নেওয়া হয়েছে।
সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ বলেন, আমরা স্থায়ী ক্যাম্পাসের অনুমোদন চাই। এই দাবি না মেটা পর্যন্ত আমাদের অনশন চলবে।