টাঙ্গাইলের মির্জাপুরের বাঁশতৈল ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের গায়েরাবেতীল সোনালিয়া চকবাজার এলাকায় এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।'আমি আপনাদের সন্তান হতে চাই,আপনারদের সন্তান হয়েই আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই' সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও মির্জাপুরের সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।তিনি আরও বলেন,কেউ মামলা করলেই যাকে তাকে গ্রেফতার করা যাবে না।
সমাবেশে ইউনিয়ন বিএনপির সভাপতি আজাহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সিঙ্গাপুর প্রবাসী ও মির্জাপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক এস এম রুবেল পারভেজের সার্বিক সহযোগিতায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট আবদুর রউফ,সাধারণ সম্পাদক খ:সালাউদ্দিন আরিফ,পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মহসীন,উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল,সিনিয়র যুগ্ম সম্পাদক আনোয়ার পারভেজ শাহ আলম,উপজেলা বিএনপির উপদেষ্টা আলা উদ্দিন আল আজাদ,উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন খান,তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা,উপজেলা বিএনপির সদস্য হাবিবুর রহমান,ইউনিয়ন যুবদলের সভাপতি এস এম আনোয়ার পারভেজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাছ,সেচ্ছাসেবকদলের সভাপতি মনিরুজ্জামান শিশির ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপু সহ প্রমূখ।