শুক্রবার (১১জুলাই) বিকাল ৩.৩০ টায় দরগাহপুর বাজারে এ অফিস উদ্বোধন করা হয়।
ইউনিয়ন জামায়াতে আমীর প্রফেসর আব্দুল গনির সভাপতিত্বে ও ইউনিয়ন সেক্রেটারী মাওঃ জাকির হোসেনে সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য হাফেজ মাওঃ মুফতী মুহাদ্দিস রবিউল বাশার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মুরতাজা। অন্যদের মধ্যে প্রফেসর আব্দুর রাজ্জাক, প্রভাষক নুরুল ইসলাম, হাফিজুল ইসলাম, শেখ মাহমুদুল, মাহমুদ আল মাসুম প্রমুখ । উপস্থিত বক্তারা দেশের বন্যা কবলিত মানুষের কল্যানে সকলকে একযোগে এগিয়ে আসার আহবান জানান, এবং দেশে ইসলামী শাসন কায়েম করে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছাতে আহবান জানান।