ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বিজয়নগর উপজেলা শাখার ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির শপথ গ্রহন ও সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।
১৩ মে মঙ্গলবার বার বিকাল ৩ টায় উপজেলা মডেল মসজিদের দ্বিতীয় তলায় হলরুমে সংগঠনের এক সাংগঠনিক সভা শেষে শপথ গ্রহন অনুষ্ঠানে ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটির শপথ বাক্য পাঠ করান সংগঠনের উপদেষ্টা মাওলানা শাহ সলিমুল্লাহ খাদেম পাহাড়পুরী।
নতুন কমিটির সাংগঠনিক সভা ও শপথ গ্রহন অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার সভাপতি আবুল ফজল কামাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইমরান বিন তাহের এর সঞ্চালনায় নতুন কমিটির সাংগঠনিক সভা ও শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শাহ আলম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আলম সহ উপজেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ।
ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিজয়নগর উপজেলা শাখার নতুন কমিটির উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ হলো পীরে কামেল মাওলানা আব্দুর রহমান শায়েখ তুলাপাড়া, পীরে কামেল মাওলানা জহিরুল ইসলাম, পীরে কামেল মাওলানা আবুল কালাম আজাদ,মাওলানা শাহ সলিমুল্লাহ খাদেম পাহাড়পুরী, মাওলানা আশ্ররাফ আলী হরষপুরী, মুফতি এনামুল হক খাঁন কাসেমী, মাওলানা শফিকুল ইসলাম লক্ষীমুড়া, হাজী মোঃ নাফিউল হক চৌধুরী, মাওলানা আবু তাহের বাগেদিয়া, মাওলানা আরিফুল ইসলাম বুল্লা, মুফতি ইকরাম হোসাইন, মাওলানা শফিকুল ইসলাম বুল্লা, মুফতি জাহিদুল ইসলাম, উপদেষ্টা হাজী মহিবুল আলম, মাওলানা জয়নাল আবেদীন কাসেমী, মাওলানা ইয়াসিন আল হাসান সাতগাঁও, মাওলানা নুরুল আলম, মাওলানা রাকিব উদ্দিন, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা ইলিয়াস আহমেদ, হাফেজ সাদেকুল ইসলাম।
সাংগঠনিক আলোচনা সভা, শপথ বাক্য পাঠ শেষে সংগঠনের সকল নেতাকর্মী সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনায়, দেশের শান্তি-শৃঙ্খলা, সার্বভৌমত্ব কামনায় ও পৃথিবীর সকল মুসলিম উম্মাহ শান্তি কামনায় দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।