পর্যটন নগরী কক্সবাজারের নবগঠিত উপজেলা ঈদগাঁওয়ের জালালাবাদে অস্ত্রের মুখে ৪ টি গরু ডাকাতি করেছে সংঘবদ্ধ ডাকাতদল।
মঙ্গলবার ( ৮ জুলাই ) বর্ণিত উপজেলার জালালাবাদ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ছাতিপাড়া গ্রামের গরু ব্যাপারী আবদু ছমদের গোয়াল ঘর থেকে গরুগুলো অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করা হয় বলে জানা গেছে। স্থানীয়দের মতে,টানা কয়েকদিনের বৃষ্টির সুযোগ কাজে লাগিয়ে সঙ্ঘবদ্ধ ডাকাতদল নাম্বারবিহীন ও অবৈধ ডাম্পারযোগে এসব গরু নিয়ে যাওয়া হয় বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা মোঃ মাসুদ জানান, ফজরের আজানের সময় একই এলাকার বেলালের ঘরে গিয়ে পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে ১০/১২ জনের ডাকাত দল। তখন তারা বন্দুক ঠেকিয়ে বাড়ীর গেইট ভাংচুর করলে বেলাল তাদের ডাকাত বলে সন্দেহ করে চ্যালেঞ্জ করলে পিছু হঁটে ৷ এরপর আবদু ছমদের গোয়াল ঘর থেকে ৪ টি গরু গাড়ীতে তুলে চলে যায় অস্ত্রধারী ডাকাতরা।
সচেতন মহল বলেন, অনিবন্ধিত ও অবৈধ নাম্বার বিহীন ডাম্পার-পিকআপ গরু চুরিসহ বিভিন্ন অপরাধকর্মে ব্যবহৃত হচ্ছে। এর আগেও ঈদগাঃও উপজেলার চান্দের ঘোনা ও মেহের ঘোনাসহ আরো বিভিন্ন এলাকা থেকে অবৈধ ডাম্পারযোগে গরু চুরি হয়েছে। সময়মত এসব অবৈধ যাবাহনের বিরুদ্ধে প্রশাসনের নজরদারি না থাকায় মুলত চুরি-ডাকাতিতে এসব বাহন ব্যবহৃত হচ্ছে।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ মছিউর রহমান বলেন, গরু ডাকাতির সংবাদ পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। গরু চুরিসহ সবধরনের অপকর্ম ঠেকাতে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে বলেও তিনি জানান।