ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে "উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী পুরস্কার (UBSA)" এবং "উচ্চ মাধ্যমিক সমাপনী পুরস্কার (HSCA)" বিতরণ সম্পন্ন হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে ও পারফরম্যান্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) প্রকল্পের আওতায় ২০২২ ও ২০২৩ সালের মোট ৩০ জন কৃতী শিক্ষার্থীর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
বুধবার (২৩ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সানজিদা রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা বিভাগের এপিডি-১ প্রফেসর নজরুল হক।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই পুরস্কার তোমাদের পরিশ্রম ও মেধার স্বীকৃতি। এই অর্জন তোমাদের সামনে এগিয়ে যেতে প্রেরণা জোগাবে। তোমরাই দেশের ভবিষ্যৎ; আগামী দিনের বাংলাদেশ গড়ে উঠবে তোমাদের হাতেই।”
সভাপতির বক্তব্যে ইউএনও সানজিদা রহমান বলেন, “ঈশ্বরগঞ্জের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রেও সাফল্য অর্জন করছে, যা অত্যন্ত আনন্দের বিষয়। উপজেলা প্রশাসন সব সময় শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা শিক্ষা অফিসার মোহছিনা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মঞ্জুরুল হক হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি এবং ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আউয়াল।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আবু হানিফা মোহাম্মদ আসাদুজ্জামান।
অনুষ্ঠান শেষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল ইসলাম সকল অংশগ্রহণকারী ও সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই উদ্যোগ ঈশ্বরগঞ্জের শিক্ষার্থীদের মধ্যে পড়াশোনার প্রতি আরও আগ্রহ ও প্রতিযোগিতার মনোভাব তৈরি করবে।”