বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.সুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন যেনো ক্রমেই নতুন নতুন মেড় নিচ্ছে। ভিসি পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের দেওয়া ২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই এবার আমারন অনশণ ঘোষণা করলো আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ রাত থেকে অনশণে বসবেন বলে জানান শিক্ষার্থীরা।
সোমবার বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে থেকে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ বলেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষার্থীদের প্রাণের দাবি উপাচার্যের পদত্যাগ না মেনে নেওয়া হবে, ততক্ষণ আন্দোলনকারীদের একটি অংশ আমরণ অনশনে বসবেন৷
উল্লেখ্য, উপাচার্যের পদত্যাগের দাবিতে গত ২৮ দিন যাবৎ আন্দোলন করে আসছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং আজ দুপুর ২টায় তারা ভিসিকে পদত্যাগের ২৪ ঘন্টার আল্টিমেটাম দেন।