পর্যটন নগরী কক্সবাজারের রামু উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছিপুল এলাকার বাসিন্দা মৃত ফারুক আহমদের পুত্র সাইফুল ইসলাম(২৩) বলে জানা গেছে।
মঙ্গলবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চাকমারকুল এলাকার কলঘর বাজারস্থ এন. আলম ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে রামু ক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দীন জানান, সাইফুল ইসলাম কক্সবাজার শহরে যাওয়ার পথে বিপরীতমুখী একটি বেপরোয়া গতির ট্রাক সাইফুলের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিলে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার খবর পেয়ে
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে এবং ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই পড়ে রয়েছে। চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনায শুধুমাত্র এই বছরেই প্রায় অর্ধশতাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। সড়ক দুর্ঘটনা রোধকল্পে মহাসড়কটি ৪/৬ লেনে উন্নীতকরণের দাবি দীর্ঘদিনের হলেও তা উপেক্ষিত।। এমনকি সড়কটি ৪/৬ লেনে উন্নীতকরণের দাবিতে বিভিন্ন রাজনৈতিক দল ও শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচী পালন করলেও সংশ্লিষ্টদের টনক না নড়ায় হতাশা ব্যাক্ত করেন সচেতনমহল।