কিশোরগঞ্জের কটিয়াদীতে উলামা মাশায়েখ এর উদ্যোগে উপজেলা মডেল মসজিদ এর হলরুমে ১১ জুলাই শুক্রবার বিকালে এক সমাবেশের আয়োজন করা হয়।

মাওলানা মুফতি শফিকুল ইসলাম এর সভাপতিত্বে  এবং উপজেলা তালিমুল কুরআন এর সভাপতি মাওলানা হাবিবুর রহমানের সঞ্চালনায় 
প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা জামায়েতের নায়েবে আমীর অধ্যক্ষ আজিজুল হক।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উলামা-মাশায়েখ কমিটির জেলা সেক্রেটারি  মাওলানা আব্দুর রাজ্জাক গাফুরী,জেলা শূরা সদস্য ও  উপজেলা আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা শফিকুল ইসলাম মোড়ল, ডাঃ আলী কাওসার রনি প্রমোখ নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, আলেম-ওলামারাদের ঐক্যের
ভিত্তি মজবুত করতে হবে,সাংগঠনিক কার্যক্রম আরো জোরদার করতে হবে। প্রতিটি ইউনিটে জনশক্তি বৃদ্ধি করতে হবে।