কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎ স্পৃষ্টে জাহাঙ্গীর মিয়া (৪৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎ স্পৃষ্টে জাহাঙ্গীর মিয়া (৪৪) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। ০৬ জুলাই রবিবার দুপুরে উপজেলার ০৮ নং ওয়ার্ডের কমরভোগ গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রাজমিস্ত্রি জাহাঙ্গীর মিয়া (৪৪) অত্র গ্রামের মৃত নুর ইসলামের ছেলে। স্থানীয সূত্রে জানা যায়, জাহাঙ্গীর মিয়া উপজেলার কামারকোনা এলাকার সজিব মিয়ার বাড়িতে রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারের সাথে শর্ট খেলে গুরুতর অবস্থায় কটিয়াদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে সেখান থেকে বাজিতপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। পরে এলাকাবাসী,স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনিক মধ্যস্থতায় ঐদিন রাত ১১ টায় জানাজা শেষে মৃতের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবরটি জানতে পেরেছি। থানায় এ ব্যাপারে কেউ অভিযোগ করতে আসেনি।