কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র মহররমের শিক্ষা, মাদক ও যৌতুক নির্মূলে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জের কটিয়াদীতে পবিত্র মহররমের শিক্ষা, মাদক ও যৌতুক নির্মূলে ইসলামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল পিপুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ৭ জুলাই সোমবার সকাল ১০ টা থেকে আহলে হক্ব ইমাম উলামা পরিষদ ইউনিয়ন শাখার উদ্যোগে সভাপতি মুফতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাও. মুফতি শামসুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এসময় উপস্থিত ছিলেন মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী,উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ ছিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মাওঃ আবু সাঈদ, সহ- সভাপতি মাওঃ আবুল কাসেম,সহ- সভাপতি মাওঃ আবুল বাশার আলী আকবর, সহ- সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, সাংগঠনিক সম্পাদক মুফতি আঃ আজিজ,প্রচার সম্পাদক কামরুল হাসান, হাবিবুর রহমান, মুফতি আবু সাদেক  প্রমুখ। 

এছাড়াও ছিলেন কটিয়াদী সাংবাদিক ফোরাম সভাপতি মো. নজরুল ইসলাম,সাংবাদিক মো.আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে গ্রাম গঞ্জে মাদকের ছড়াছড়ি। উঠতি বয়সী তরুণরা আসক্ত হচ্ছে সর্বনাশা মাদকে। অভিভাবক, স্থানীয় গণমান্য ব্যক্তি ও প্রশাসনের উচিত সর্বোচ্চ সতর্কতার সাথে মাদক নির্মূলে কাজ করা। 

এসময় বক্তারা আরো বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামিক অনুশাসন থাকলে সমাজে মাদক ও যৌতুক থাকবে না। যৌতুক দিয়ে বিয়ে দেওয়া ও না দেওয়ার আহ্বান জানান তারা। প্রতিটি এলাকায় সচেতনা বৃদ্ধি করা জরুরী।