কিশোরগঞ্জের করিমগঞ্জে বিভিন্ন নার্সারিতে থাকা আকাশমনি ইউকিলিপটাস গাছের চারা গতকাল মঙ্গলবার বিকালে ধ্বংস করা হয়েছে।পরিবেশের জন্য ক্ষতিকর বিধায় সরকারিভাবে নিষিদ্ধ করা এসব গাছের চারা ধ্বংস করা হয়।জানা যায়, আকাশমণি ও ইউক্যালিপটাস গাছ দ্রুত বেড়ে ওঠে। মাটি থেকে প্রচুর পরিমাণে পানি শোষণ করে নেয়।এতে ফসল উৎপাদনে অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।এ অবস্থা আকাশমণি ইউক্যালিপটাস  গাছ নিষিদ্ধ করা হয়েছে।এ দিকে ক্ষতিকর ইউক্যালিপটাস ধ্বংসে অভিযান চালিয়েছে করিমগঞ্জ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)তাহমিনা আক্তার।