নতুন সূর্যের আলোয় উদ্ভাসিত হোক আগামীর দিন ,বছরের শুরু হোক অনন্ত সম্ভাবনা, স্বপ্ন ও সফলতার নতুন যাত্রায়।
বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩২, ১লা বৈশাখ উৎযাপন উপলক্ষে ভোলার মনপুরায় 
৫নং কলাতলী ইউনিয়নে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা র‍্যালি হয় | আজ ১'লা বৈশাখ সকাল ১০ টায় এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয় | জানাব মোঃ ফজলুল হক, প্রশাসক -কলাতলী ইউনিয়ন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, 
কলাতলী বাসী কে নববর্ষের শুভেচ্ছা জানান এবং পুরাতন বছরের গ্লানি ভুলে আগামী দিনগুলো সুন্দর এবং উন্নতি কামনা করেন | 
শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে কলাতলী ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সভাপতি   জনাব মোঃ ফখরুল শিকদার দেশ নায়ক জানাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান | আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে সুন্দর আগামী গড়ব, যোগ করেন মি. ফখরুল| এছাড়া উপস্থিত ছিলেন, মোঃ ফজলুল হক, প্রকল্প সমন্বয়কারী,কোস্ট ফাউন্ডেশন | আব্দুল মতিন, প্রধান শিক্ষক, ৩ নং মনপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় ,  শুকলব চন্দ্র দাস, প্রধান শিক্ষক, চরকলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহাম্মদ পারভেজ , মেম্বার, ৫ নং ওয়ার্ড, মো আব্দুল গফুর সিকদার উদ্যোক্তা ৫ নং কলাতলী | ইউনিয়ন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিনিয়র সহসভাপতি  জনাব মোঃ সালাউদ্দিন |
সাংবাদিকবৃন্দ , এছাড়া আনন্দ শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন |