কলাপাড়ায় টানা পাঁচ দিন ধরে অব্যাহত বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সোমবার (৮ জুলাই) আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি.) থেকে অতি ভারী (১৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।
খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এলাকায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সারাদিনের টানা বৃষ্টিতে স্কুলগামী শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক এলাকায় কাঁচা সড়ক কাদায় একাকার হয়ে পড়েছে, ফলে যান চলাচলসহ সাধারণ মানুষের চলাফেরা ব্যাহত হচ্ছে।
শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে গেছে। এতে দোকানপাটে ক্রেতা কমে গেছে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন টানা বৃষ্টিতে নিত্যপ্রয়োজনীয় কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে। অনেকে প্রয়োজনীয় কেনাকাটাও করতে পারছেন না। শিশু ও বৃদ্ধদের ঘর থেকে বের হওয়াই দুঃসাধ্য হয়ে উঠেছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
খেপুপাড়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় এলাকায় ১২১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সারাদিনের টানা বৃষ্টিতে স্কুলগামী শিক্ষার্থী, দিনমজুর ও কর্মজীবী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক এলাকায় কাঁচা সড়ক কাদায় একাকার হয়ে পড়েছে, ফলে যান চলাচলসহ সাধারণ মানুষের চলাফেরা ব্যাহত হচ্ছে।
শহরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পানি জমে গেছে। এতে দোকানপাটে ক্রেতা কমে গেছে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, এমন টানা বৃষ্টিতে নিত্যপ্রয়োজনীয় কাজকর্মও বাধাগ্রস্ত হচ্ছে। অনেকে প্রয়োজনীয় কেনাকাটাও করতে পারছেন না। শিশু ও বৃদ্ধদের ঘর থেকে বের হওয়াই দুঃসাধ্য হয়ে উঠেছে।
এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন এমন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।