কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজয়-২৪ হলে মাদক উদ্ধারের ঘটনায় হল প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নিয়েছে। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে হল প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খানের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তিনটি কক্ষ থেকে মাদকদ্রব্য উদ্ধার করে এবং চার শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মাদক সংশ্লিষ্টতার প্রমাণসহ চিহ্নিত করে।

উদ্ধারকৃত কক্ষ ও অভিযুক্ত শিক্ষার্থীরা হলেন। 
কক্ষ ৪০৫: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ওয়াসিফুল ইসলাম সাদিফ।
কক্ষ ৫০৫: লোকপ্রশাসন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফ আশরাফ।
কক্ষ ৫১৬: ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফ হাসান জিদনী এবং প্রত্নতত্ত্ব বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাকিল খান।

হল ১ প্রভোস্ট ড. মাহমুদুল হাসান খান জানান, প্রক্টরিয়াল বডি ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে এই চার শিক্ষার্থীর কাছে গাঁজা পাওয়া গেছে।  

প্রাথমিকভাবে অভিযুক্ত এই চার শিক্ষার্থীকে চিহ্নিত করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য হল প্রশাসন বুধবার (৭ মে) একটি সভায় বসবে। এরপর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে লিখিত অভিযোগ দাখিল করা হবে। প্রক্টরিয়াল বডি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা মিলে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে হল প্রভোস্ট স্পষ্ট করে জানিয়েছেন যে, অভিযুক্ত এই চার শিক্ষার্থী কোনোভাবেই হলে থাকতে পারবে না।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।