কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার কাটগিরি সীমান্তে বড় ধরনের মাদকবিরোধী সফল অভিযান চালিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। অভিযানে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
কুড়িগ্রামের ২২ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ দিয়াডাঙ্গা বিওপি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল সোমবার রাতে অভিযান পরিচালনা করে। টহল দলে ছিলেন ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিকুল ইসলাম রফিক, এসআইপি ল্যান্স নায়েক শরীফ ও সিগন্যালম্যান মোঃ মেহেদী হাসান এবং সৈনিক তুহিন। তারা ৯৮৫ নম্বর মেইন পিলারের ৩-এস পয়েন্টের কাছে ঠাকুরবাড়ি,হাজীপাড়া কাটগিরি সীমান্ত এলাকায় অবস্থানকালে একটি সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন।
এ সময় একজন মাদক কারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা ১৭ কেজি গাঁজার চারটি বড় প্যাকেট কলাগাছের ঝোপের মধ্যে ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তল্লাশি চালিয়ে কলাগাছের চিপা থেকে প্যাকেটগুলো উদ্ধার করেন। যার আনুমানিক সিজার মুল্য ৫৯ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে দিয়াডাঙ্গা ক্যাম্পের কমান্ডার রফিকুল ইসলাম রফিক ভুরুঙ্গামারী টিভিকে জানান:
মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। সীমান্ত এলাকাগুলোতে নিয়মিত টহল জোরদার রয়েছে। মাদক, অস্ত্র এবং পুশইন প্রতিরোধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
এদিকে অভিযানে অংশগ্রহণকারী এসআইপি ল্যান্স নায়েক শরীফ বলেন:
আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি মাদক বহনকারী ব্যক্তিকে আটক করতে। কিন্তু সে ৪ প্যাকেট গাঁজা ফেলে পালিয়ে যায়। তবে ইনশাআল্লাহ, আমরা এই সীমান্তে কোনো মাদক কারবারিকে ছাড় দেবো না।
উল্লেখ্য, ভুরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে মাদক চোরাচালানের ঝুঁকিতে রয়েছে। তবে বিজিবি কর্তৃপক্ষ নিয়মিত অভিযান এবং তৎপরতার মাধ্যমে মাদকবিরোধী কার্যক্রমকে আরও জোরদার করেছে।