কুয়াকাটা পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ও ত্রৈমাসিক সভা সোমবার (৭ জুলাই) সকাল ১০টায় পৌরসভা হলরুমে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ইয়াসীন সাদেক।
সভায় কুয়াকাটা পৌরসভা নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সদস্যদের উপস্থিতিতে শহরের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিশদ আলোচনা হয়। পরে ২০২৪-২৫ সালের সংশোধিত বাজেট ও ২০২৫-২৬ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন ও অনুমোদন করা হয়।
২০২৪-২৫ সালের সংশোধিত বাজেটের গুরুত্বপূর্ণ দিকগুলো:
মোট আয়: ২২,২৩,৬৯,৫০৩.০০ টাকা
মোট ব্যয়: ১১,৯০,৭৮,৩৪৩.০০ টাকা
সমাপনী স্থিতি: ১০,৩২,৯১,১৬০.০০ টাকা
২০২৫-২৬ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বিবরণী:
মোট আয় (প্রারম্ভিক জেরসহ): ৫১,১৫,০৬,১৬০.০০ টাকা
রাজস্ব আয়: ২,৫১,৭৫,০০০.০০ টাকা
সরকারি উন্নয়ন বরাদ্দ: ৩৮,১০,০০,০০০.০০ টাকা
মূলধন আয়: ২০,৪০,০০০.০০ টাকা
মোট ব্যয়: ৪২,৫৩,৯০,০০০.০০ টাকা
রাজস্ব ব্যয়: ২,৫৩,২০,০০০.০০ টাকা
উন্নয়ন ব্যয়: ৩৯,৭৫,৫০,০০০.০০ টাকা
মূলধন ব্যয়: ২৫,২০,০০০.০০ টাকা
সমাপনী স্থিতি: ৮,৬১,১৬,১৬০.০০ টাকা
সভায় উপস্থিত ছিলেন:
ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোনের পরিদর্শক আহাদুজ্জামান, কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা পৌর বিএনপি সাধারণ সম্পাদক মতিউর রহমান, প্রধান শিক্ষক খলিলুর রহমান, পৌর জামায়াতের সাবেক আমির মাওলানা মঈনুল ইসলাম মান্নান, ইসলামী আন্দোলনের ফজলুল হক খান, শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নিহার রঞ্জন মণ্ডল, কৃষক দলের সভাপতি আলী হোসেন খন্দকার, ইঞ্জিনিয়ার নিয়াজ মাহমুদসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত পৌরসভার ৯টি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয় এবং প্রশাসক ইয়াসীন সাদেক তা সমাধানের আশ্বাস দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর সচিব হুমায়ুন কবির।