খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় শনিবার সকাল ৯টার দিকে শান্তি বাস এবং মোটরসাইকেল এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

নিজস্ব সূত্রে জানা যায়  মাটিরাঙ্গা জোনের আওতাধীন সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনাটি ঘটে। 

ওই সূত্র থেকে আরও জানা যায় সকালে চট্টগ্রামগামী শান্তি পরিবহনের বাসটি সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সড়কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হলে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মোটরসাইকেলের পিছনে বসে থাকা নারী নিহত হন।  নিহত নারী হলেন দিবালা ত্রিপুরা (৪৫) গুইমারার আড়বাড়ি এলাকার ধন চন্দ্র ত্রিপুরার স্ত্রী। এই ঘটনায় মোটরসাইকেল চালক প্রাণী বেঁচে গেলেও গুরুতর আহত হন।মোটরসাইকেল চালক হলেন শ্যামল বিকাশ ত্রিপুরা (৩১)।আহত মোটরসাইকেল চালক বর্তমানে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। 

দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে মাটিরাঙ্গা সেনা জোনের সদস্যরা চালকে ধরতে না পারলেও শান্তি পরিবহনের বাসটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান মাটিরাঙ্গা থানা পুলিশ।