পৌরসভার এক দ্বায়িত্ব শীল কর্মকর্তা জানান,এই ধরনের  নির্মাণ স্পষ্টভাবে নিয়ম
বহিভূর্ত।আমরা দ্রুত  ব্যবস্হা নেয়া হবে। 
এলাকায় বাসী অভিযোগ করেন পৌরসভার
একেবারে নাকের ডগায়  এধরণের কর্মকাণ্ড দিনের পর দিন ঘটলেও প্রভাবশালীদের বিরুদ্ধে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয় না।যার ফলে সাধারণ জনগণ অসন্তুষ্ট। নাম প্রকাশে  অনিচ্ছুক পৌরসভার  এক কর্মকর্তা বলেন আমরা  কেউ না কেউ এসব অবৈধ  কাজ করার পরোক্ষভাবে সহযোগিতা করে  থাকি সামান্য লাভের আশা।