২৪-এর জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী খুনি শেখ হাসিনার পতনের ১ম বর্ষপূর্তি ও জাতীয় মুক্তি দিবস উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলা জামায়াতে  ইসলামীর আয়োজনে মাসুদ সাঈদীর নেতৃত্বে গণ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় পিরোজপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন সাঈদী ফাউন্ডেশন থেকে মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবে গিয়ে শেষ হয়ে তা সমাবেশে রূপ নেয়।

কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির মুক্তিযোদ্ধা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর-০১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,আল্লামা সাঈদীপুত্র মাসুদ সাঈদী। 

প্রধান অতিথির বক্তব্যে মাসুূদ সাঈদী বলেন, "শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না,পালাতে জানে না" এই কথাগুলো যিনি বিভিন্ন সমাবেশে প্রায়ই বলতেন সেই খুনি শেখ হাসিনা গত ২৪ এর ৫ আগস্ট ছাএ-জনতার আন্দোলনের মুখে বাধ্য হয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। জুলুম নির্যাতন আর অপ-রাজনীতির কারণে ৫আগস্ট দেশের জনগণ আওয়ামী লীগের রাজনীতির মৃত্যু ঘন্টা বাজিয়ে দিয়েছে। এখন যারা খুনি হাসিনার আওয়ামী লীগ ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে তাদের হুঁশিয়ার দিয়ে বলছি যারা লীগের রাজনীতির পুনর্বাসনের চেষ্টা করবে,এদেশের জনগণ তাদের ছাড় দেবে না,জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। 

তিনি বলেন, খুনি হাসিনার বিচার, নির্বাচন সংশ্লিষ্ট সংস্কার,আইন সংস্কার,আরপিওতে সংশোধনসহ পুলিশ,বিচার বিভাগ, প্রশাসন ও নির্বাচন কমিশনের সংস্কার প্রয়োজন। এসব করে দ্রুত নিরপেক্ষ ভূমিকা নিয়ে নির্বাচনের আয়োজন করুন,লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করুন, জনগণের বহু কাঙ্খিত নির্বাচনের ব্যবস্থা করুন। 

তিনি আরো বলেন, দেশের মানুষ গত ৫৩ বছরে অনেক নেতা-নেত্রী দেখেছে, এবার এদেশের জনগণ জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। জামায়াতের জনপ্রিয়তা দেখে জামায়াত যাতে রাষ্ট্র ক্ষমতায় যেতে না পারে সেজন্য আওয়ামী লীগদের মত কেউ রাজাকার রাজাকার খেলা শুরু করছে। গত ১৫ বছর রাজাকার ব্যবসা করতে গিয়ে আওয়ামীলীগ  পুঁজিপাট্রা সব হারিয়ে এখন ভারতে নির্বাসিত জীবন যাপন করছে। যারা এই রাজাকার রাজাকার ব্যবসা শুরু করছেন তাদের প্রতি অনুরোধ এই ব্যবসা কইরেন না, এই ব্যবসা লসের ব্যবসা। এই ব্যবসায় আওয়ামী লীগের মতো আপনাদেরও আম ছালা সব যাওয়ার সম্ভাবনা আছে। 

সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা জামায়াতে নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, জেলা সহকারী সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক,জামায়াতের পৌর আমির মাওলানা ইসাহাক আলী, ছাত্র শিবিরের জেলা সভাপতি ইমরান হোসেন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।