জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে শহীদদের রূহের মাগফিরাত, আহতদের পরিপূর্ণ সুস্থতা কামনা এবং মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট সদর উপজেলা শাখার উদ্যোগে এক দোয়া মাহফিল ও দরিদ্র, অসহায় ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।
উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মাওলানা শেখ আবদুল ওয়াদুদ। বিশেষ অতিথি জনাব শেখ মনজুরুল হক রাহাদ বাগেরহাট ২ আসনের মনোনীত সংসদ সদস্য।
আয়োজনে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানের শহীদরা দেশের জন্য যে ত্যাগ স্বীকার করেছেন, তা জাতি চিরদিন স্মরণ রাখবে। মহান আল্লাহ তায়ালার দরবারে সকল শহীদদের শাহাদাত কবুল এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
এসময় স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষ ও সুবিধাবঞ্চিত শিশুরা উপস্থিত ছিলেন। খাবার বিতরণের মাধ্যমে আয়োজকরা অসহায় মানুষের পাশে থাকার বার্তা তুলে ধরেন।
আল্লাহ তা'আলা যেন সকল শহীদদের জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং আহতদের সুস্থতা ফিরিয়ে দেন—এ প্রত্যাশায় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।