বরগুনা আমতলী পৌরসভার ছুরিকাটা এলাকায় কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র হতে লোহার এঙ্গেল পরিবহনকারী ট্রাকে সংবদ্ধ চক্রের চাঁদা দাবীর সময়,খবর পেয়ে আমতলী থানা পুলিশ একজন কে আটক করে।
বুধবার(৩১জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে আমতলী পৌরসভার ৭নং ওয়ার্ড আক্কাস বয়াতীর বাড়ির সামনে মহাসড়কে ঘটনাটি ঘটে।
এ ঘটনায় সংবদ্ধ চাঁদাবাজ চক্রের সদস্য ইমরান হোসেন সাগর(৩৮) নামে একজনকে পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত চাঁদাবাজ ইমরান হোসেন সাগর বরিশাল দক্ষিন আলেকান্দা রোডের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
থানা পুলিশ সূএে জানা যায়,অদ্য রাত ২:৩০ ঘটিকায় কলাপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র হতে লোহার এঙ্গেল পরিবহনকারী ট্রাক আমতলী থানাধীন ছুড়িকাটা পৌঁছালে ১২/১৩ জন ব্যক্তি ট্রাক অবরোধ করে। তারা ড্রাইভারের মোবাইল ফোন নিয়ে মালিকের নিকট ১ লক্ষ টাকা চাঁ'দা দাবি করে।সংবাদ পেয়ে দ্রুত টহল পুলিশ ঘটনাস্থলে প্রেরণ করলে চাঁ'দা'বাজ ইমরান হোসেন সাগরকে গ্রেফতার করতে সক্ষম হয়।অন্যান্যরা পালিয়ে যায়।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন,এ ঘটনায় ইমরান হোসেন সাগর নামে ঘটনাস্থল থেকে একজনে আটক করা হয়েছে। এ সংক্রান্তে আমতলী থানায় চাঁ'দাবা'জি মাম'লা রুজু প্রক্রিয়াধীন রয়েছে ।অন্যান্য আসামিদের গ্রেফ'তার প্রচেষ্টা অব্যাহত আছে।