পটুয়াখালীর গলাচিপায় পুলিশের বিশেষ অভিযানে ‘ডেভিল হান্ট’-এর আওতায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
১৭ জুলাই বৃহস্পতিবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।
গলাচিপা থানা সূত্রে জানা গেছে, ১৬ জুলাই, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদক, অবৈধ অস্ত্র ও নানা ধরণের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, গলাচিপা পৌর কৃষকলীগের সভাপতি মো. ফরহাদ হোসেন, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. সবুজ খান, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. রিপন আকন, গলাচিপা সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাসির মোল্লা ও পানপট্টি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চৌকিদার।


এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
তিনি আরও জানান, গলাচিপা থানা অপরাধ দমনে নিয়মিতভাবে ‘ডেভিল হান্ট’ নামক বিশেষ অভিযান পরিচালনা করে আসছে।