গাইবান্ধার গোবিন্দগঞ্জে আল্লাহকে নিয়ে কটুক্তির প্রতিবাদে ও অবমাননাকারীদের গ্রেফতারের দাবিতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
বুধবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে চাপড়িগঞ্জ এলাকায় আমিরুল নামে এক যুবক আল্লাহকে নিয়ে অশ্লীল ভাষায় কটুক্তি করলে তার পাশে থাকা চকপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ হেদায়েতুল ইসলাম কথাগুলো শুনতে পান৷ একপর্যায়ে তিনি আমিরুলকে একটি থাপ্পড় মারলে সেই সময় তার সাথে থাকা আবু তাহের ও জাকারিয়া মিলে তাকে এলোপাতাড়ি মারধর করে। এতে মসজিদের ইমাম আহত হলে আশেপাশে থাকা লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যায়।
এঘটনার কথা চারদিকে ছড়িয়ে পরলে এলাকাবাসী চাপরিগঞ্জ বাজার জড়ো হয়ে রাত ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে আল্লাহকে নিয়ে কটুক্তিকারী যুবক আমিরুলসহ তার দুই সহযোগীকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ করেন। এসময় ঢাকা-রংপুর মহাসড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে৷ পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম পুলিশ ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ জনতার সাথে কথা বলেন। পুলিশের পক্ষ থেকে অভিযুক্ত ৩ জনকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেন।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের সাথে কথা বলার পর পরিস্থিতি শান্ত হয়েছে। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে৷ অভিযুক্ত তিনজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।