জানা গেছে, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন এমন মানবিকতায়,প্রাকৃতিক দুর্যোগের কারনে ১২০ টি দুস্থ্য রিক্সা ওভ্যান চালকদের মাঝে ১০ কেজি চাউল, মসুর ডাল ১ কেজি, চিনি ১ কেজি,সয়াবিন তেল ১ কেজি, লবণ ১ কেজি, ধনিয়া গুড়া১০০ গ্রাম, মরিচের গুড়া ১০০গ্রাম, গুঁড়া হলুদের গুঁড়া২০০গ্রাম ত্রাণ সামগ্রী সহ মোট৮টি উপকরণ প্রায় ২০০০টাকার ত্রাণ সামগ্রী১২০টি দুস্থ্য ভ্যান রিক্সা চালকদের মাঝে এত্রান সামগ্রী বিতরণ করে।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুনের এমন মহতী কর্মকান্ডে সুশীল সমাজ সাধুবাদ জানিয়েছে।
এত্রান সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাও ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, জাইকার কর্মকর্তা মজুর সামাদ, উপজেলা নির্বাহী অফিসারের সিএ লুৎফর হোসেন, ও উজ্জল হোসেন। শতাধিকের অধিক ত্রাণ সামগ্রী পাওয়া দুস্থ্য রিকশা ভ্যান চালকগনও মিডিয়া কর্মীগন।