চরভদ্রাসনে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি ডিলারশিপ নির্বাচন সভা১৬ই বিকাল ঘটিকার জুলাই চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচি ডেলারশিপ নিয়োগ কমিটির সভাপতি মনিরা খাতুনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
দেখাগেছে, চরভদ্রাসন উপজেলা মিনি অডিটোরিয়াম হল রুমে,উপজেলায় ৭টি ডিলারশিপের চাহিদার বিপরীতে ২৬টি আবেদনের পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদনকারীদের উপস্থিতিতে লটারি মাধ্যমে ডিলারশিপ নিয়োগের সভা অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়নে চর ঝাউকান্দা ইউনিয়নের একটি।চর হরিরামপুর ইউনিয়নে দুটি।গাজীরটেক ইউনিয়নের দুটি। চরভদ্রাসন ইউনিয়নের দুটি মোট ৭টি ডিলারশিপ। চরঝাউকান্দা ইউনিয়নের মুসলেম মৃধার একটি আবেদন পড়ে। যাচাই-বাছাইএ টিকে যায়। চরহরিরামপুর ইউনিয়নের দুটি ডিলারশিপ (১)চর শালেপুরে দুটি আবেদন পড়ে লটারি মাধ্যমে শেখ মাসুদ ডিলারশিপ পায়। (২)জাকের সূরা দুজনের আবেদন পরে। লটারি মাধ্যমে রেজাউল পায়।
গাজীরটেক ইউনিয়নের (১)কানায়েরটেক আবেদন পরে চারটি।যথায কাগজপত্র না থাকা একটি বাতিল হয়। তিনটি আবেদনেরর মধ্য লটারি মাধ্যমে ইমারত হোসেন পায়।(২) হাজিগঞ্জে আবেদন পরে পাঁচটি যাচাই-বাছাই সবকটি কাগজপত্র থাকায় লটারির মাধ্যমে আমজাদ বিশ্বাস পায়।
চরভদ্রাসন ইউনিয়নের চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় স্থানে আবেদন পরে পাঁচটি। দুটি কাগজপত্র না থাকা বাতিল হয়। তিনজনের মধ্য লটারির মাধ্যমে নির্ধারিত হয় আবুল কালাম। চরভদ্রাসন বাজারে আবেদন পরে ছয়টি।স্থির যথাযথ কাগজপত্র না থাকায় বাতিল হয়।৫টির মধ্যে লটারির মাধ্যমে হাফিজুর রহমান নির্ধারিত হয়।
খাদ্য বন্ধ কর্মসূচির বাছায়ের কমিটির সদস্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাখাওয়াত হোসেন, সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার, খাদ্য বান্ধব কর্মসূচির কমিটির সদস্য সচিব সঞ্জীব কুমার মিত্র নির্বাচিত জনপ্রতিনিধি, বিএনপি নেতা চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, বিএনপি, কৃষক দলের নেতা,জামায়েত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শেখ সুলাইমান। এবং মিডিয়া কর্মীগণ উপস্থিত ছিলেন।উপজেলা নির্বাহী অফিসারের সিএ উজ্জল হোসেন ও লুৎফর রহমান উপস্থিত ছিলেন।