নোয়াখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার প্রবীণ রুকন ও কুতুবপুর ইসলামীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুজ জাহের (কছি হুজুর) 
তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের দীর্ঘদিন সভাপতি ছিলেন,পরে উপজেলা ওলামা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেন, তিনি সকল শ্রেণী পেশার মানুষের কাছে ছিলেন শ্রদ্ধেয় ও গ্রহণযোগ্য একজন ব্যক্তি। 
তার  হাস্যজ্জল চেহারা ও হাসিতে মানুষ মুগ্ধ হয়ে যেতেন, 
মানুষ এতো বেশি তাকে ভালো বাসতেন, দল মত নির্বিশেষে শেষ বিদায় দিতে হাজার হাজার মানুষের ঢল এতে প্রমাণ করে মাওলানা আবু জাহের হুজুরকে মানুষকে অনেক বেশি ভালবাসতেন, মানুষও তাকে অনেক বেশি ভালোবাসে আজকে শেষ বিদায় দিতে এসে প্রমান করেছেন।
তিনি দীর্ঘদিন ঢাকা ইবনেসিনা  হাসপাতালে চিকিৎসা অবস্থায় ইন্তেকাল করেন। 
শনিবার সকালে বেগমগঞ্জের জমিদার হাটের পূর্ব দিকে নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। 
মরহুমের জানাজা উপস্থিত ছিলেন, 
বিশ্ববরেণ্য মুফাসসিরে কুরআন 
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মেজ ছেলে মরহুমের আত্মীয়, শামীম সাঈদী। 

নোয়াখালী জেলা আমীর বিশিষ্ট শিক্ষাবিধ ও সমাজ সেবক, আগামী নির্বাচনে নোয়াখালী সদর ও সুবর্ণচর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব ইসহাক খন্দকার 
সাবেক জেলা আমীর মাওলানা আলা উদ্দিন, জেলা নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহমদ, জেলা সেক্রেটারি ও বেগমগঞ্জ উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান আগামী নির্বাচনে নোয়াখালী ৩ বেগমগঞ্জ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বোরহান উদ্দিন,

বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ সহ জেলা উপজেলা নেতৃবৃন্দ ও মহরমের পরিবার আত্মীয় স্বজন এলাকাবাসী। 

তার মৃত্যুতে  শোক প্রকাশ করেন
জেলা ও উপজেলা জামায়াত 

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা কৃতি সন্তান,  ইসলামী আন্দোলনের নিবেদিত প্রাণ  মাওলানা আব্দুজ জাহের  এর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর কেন্দ্রীয় মজলিশ  শুরাসদস্য ইসহাক খন্দকার, কুমিল্লা অঞ্চলের টিম সদস্য ও কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য  মাওলানা আলাউদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীরদ্বয় মওলানা সাইয়েদ আহমদ ও মাওলানা নিজামুদ্দিন ফারুক, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন,  বেগমগঞ্জ উপজেলা আমীর মাওলানা আবু জায়েদ,নায়েবে আমীর মাওলানা মোবাশ্বের, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম  সংগঠনের রুকন মরহুম মাওলানা আব্দুজ জাহের  এর মৃত্যুতে   আমরা  গভীর ভাবে শোকাহত,মহান আল্লাহ পাক এর দরবারে দোয়া কামনা করছি তিনি যেন তারঁ জীবনের সকল নেক আমল কবুল করুন এবং তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দ্রুত জান্নাতুল ফেরদৌসের উঁচু মকাম দান করেন, মহান মনিব তার পরিবার পরিজন সবাইকে শোক সইবার তাওফিক দান করুন, উল্লেখ্য তিনি সংগঠনের দায়িত্ব পালনে ইসলামি আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করেছেন, মৃত্যু কালে স্ত্রী, তিন ছেলে  দুই মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান ।