সরকারি প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ কেন্দ্র ঘোষিত অর্ধ দিবস কর্মবিরতি

সরকারি প্রাথমিক শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ কেন্দ্র ঘোষিত অর্ধ  দিবস কর্মবিরতি। গতকাল ২৪/৫/২০২৫ ইং তারিখে চিলমারীতে কর্ম দিবস পালিত হয়েছে। খ.ম মাইউসুন্নতের সহ: শিক্ষক  এখতেয়ার উদ্দিন রাখি ও থানা হাট ২নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক একেএম মোখলেছুর রহমানের নেতৃত্বে  অর্ধ দিবস কর্ম বিরতি পালিত হয়েছে।
এ বিষয়ে এক আলোচনা সভায়  বক্তাগণ প্রধান শিক্ষক  পদে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি। ১১ তম গ্রেড, শুক্রবার ও শনিবার ছুটি বহাল রাখা, প্রাথমিক ডিপার্টমেন্ট কে  নন ভোকেশনাল ডিপার্টমেন্ট হিসাবে ঘোষণা  করার দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী শিক্ষক মিজানুর রহমান, জেলা সহকারী শিক্ষক  সমাজের আহ্বায়ক কমিটির সদস্য মনির ও মোনাল প্রমুখ। বক্তাগন  আরো জানান, ২৫/৫/২০২৫ তারিখে তাদের দাবি না মানা হলে ২৬শে মে পূর্ণ দিবস কর্মবিরতি পালিত সহ কঠোর কর্মসূচি পালনের ঘোষণা রয়েছে।