সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি বলেন, “টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় পনের বছরের নিচে সকল শিশুকে আনা অত্যন্ত প্রয়োজন। সরকার এ বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। তাই স্থানীয়দের উচিত শিশুদের টিকা নিতে উৎসাহিত করা।”
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, ডা. রনবীর তালুকদার, ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান আহমদ, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, ছাতক বিট ফরেস্ট অফিসার আয়ূব খান, জামেয়া অমর বিন খাত্তাব মাদ্রাসার মোহতামিম মাওলানা কাজী ইসলাম উদ্দিন, গনেশপুর মহিলা মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা দ্বীন মোহাম্মদ, মাওলানা আব্দুর রহিম এবং এসএসকেএস ক্লিনিকের ইনচার্জ স্বপন কুমার সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, ডা. নুসরাত আরিফিন যোগদানের পর থেকে রোগীদের প্রতি আন্তরিক সেবা প্রদানের ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবেশ আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। তারা আশা প্রকাশ করেন, তিনি ভবিষ্যতেও আরও নিষ্ঠার সঙ্গে জনসেবা করে যাবেন।