ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ মিছিল ও সমাবেশের ব্যানারে মানববন্ধন। আজ দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে কলেজ শাখা ছাত্রদল এই কর্মসুচির আয়োজন করে। সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক বোরহান উদ্দিনের সভাপতিত্বে সদস্য সচিব রকিবুল ইসলাম, হৃদয়, রাকেশ, জিহাদ, রবেল, জাকিরুলসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়াদী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে হত্যা করে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানের জন্য সরকারের কাছে দাবী জানান বক্তারা।