জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট ( এনআইএলজি) কতৃক উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আয়োজিত ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যগনের মাসব্যাপী "বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স" ০৬ মে হতে ০৪ জুন, ২০২৫ খ্রীস্টাব্দ শুরু হয়েছে। এক মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে ৪০ জন গ্রাম পুলিশের উপস্থিতিতে এই প্রশিক্ষণ টি উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে চলমান, প্রশিক্ষণে গ্রাম পুলিশের কার্যক্রম ও দায়িত্ব বিষয়ে বিশেষ আলোচনা করা হয়। প্রশিক্ষণে উপস্থিত থেকে প্রশিক্ষণ উদ্বোধন করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার জনাব মামনুন আহমেদ অনিক, প্রশিক্ষণের কোর্স কো অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন আতিকুর রহমান, চলমান বুনিয়াদি প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা অফিসার ইনচার্জ জনাব মনিরুল ইসলাম ও ধামরাই থানা ওসি অপারেশন জনাব একে এম ফজলুল হক ও উপজেলা প্রশাসনের অন্যান্য অফিসার বৃন্দ। আয়োজনে : জাতীয় স্থানীয় সরকার ইনিস্টিটিউট ( এনআইএলজি ) ঢাকা ব্যবস্থাপনায় : উপজেলা প্রশাসন ধামরাই ঢাকা।