জামালপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাজার মনিটরিং করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (২৮ মে) দুপুরে শহরের সকাল বাজার, রাণীগঞ্জ বাজারসহ বিভিন্ন দোকানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মনিটরিং কার্যক্রম পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর।
অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক, মানবাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা মনিটরিং কার্যক্রমে অংশ নেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম বলেন, আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ, গুণগত মান, দাম, মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয়ে মনিটরিং করা হয়েছে।
মসলার দোকান, মুদি দোকান, কাঁচা বাজার, মাছ, শুটকি ও মাংস বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
আজ কোন জরিমানা করা হয়নি, সবাইকে সতর্ক করা হয়েছে। এরপর থেকে মনিটরিং চলাকালে কোন অনিয়ম পাওয়া গেলে জরিমানা করা হবে।
ঈদুল আজহা পর্যন্ত নিয়মিত এই মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।