জামালপুর জেলায় ছাএদলের নবগঠিত কমিটিতে আতিকুর রহমান সুমিল কে সভাপতি এবং শফিকুল ইসলাম শফিক কে সাধারন সম্পাদক করায়। মেলান্দহ মাদারগঞ্জ প্রানপ্রিয় নেতা জনাব মুস্তাফিজুর রহমান বাবুল সাহেব এর পক্ষ থেকে আনন্দ মিছিল বের করা হয়। ও নব গঠিত কমিটির সবাই কে লাল গোলাপের শুভেচ্ছা জানানো হয়।উক্ত আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা ছাএদলের সাবেক সহ সভাপতি নূর এলাহি রিম। মেলান্দহ সরকারি কলেজ ছাএদলের সদস্য সচিব মো:রুবেল খান। পৌর ছাএ দলের যুগ্ম আাহব্বায়ক ইয়াছিন খান। উপজেলা ছাএ নেতা রাতুল শাওন আহমেদ। জাহিদ আবু রায়হান। পৌর ছাএদলের সদস্য মুখলেছুর রহমান মেলান্দহ সরকারি কলেজ ছাএদল নেতা রাকিব, মেহেদি, জসিম উদ্দিন, সহ আরও অনেক নেত্ববৃন্দ উপস্থিত ছিলেন।